বরাবর,
চেয়ারম্যান,
1নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ.
কেশবপুর, যশোর।
বিষয়ঃ- লাঠি দ্বারা মারিয়া হাত ভাঙ্গা প্রসঙ্গেঅভিযোগ ।
বাদিনীঃ- বিবাদীঃ- স্বাক্ষীঃ-
১।মোছাঃ কুলছুম বিবি ১। মোঃ মজিবর সরদার ১। রাবেয়া খাতুন
জং- মোঃ রজব আলী সরদার পিং- মৃত মকছেদ সরদার জং- আজিজুল
সাং- শ্রীফলা, সাং- শ্রীফলা ২। খলিল
উপজেলা- কেশবপুর, ২। সালমা বেগম পিং- সুলতান সরদার
জেলা- যশোর। জং- মজিবর রহমান ৩। মৃত শাহাদাতের স্ত্রী
সাং- শ্রীফলা, সর্ব সাং- শ্রীফলা
কেশবপুর, যশোর। কেশবপুর, যশোর।
জনাব,
যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৪/১৫ দিন পূর্বের পারিবারিক ঘটনা লইয়া বিবাদীগনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ২নং বিবাদী চড়াউ হইয়া আমাকে ঝাটা দিয়া বেদম ভাবে মারিতে খাকা কালে ১নং বিবাদী বাঁশের লাঠি আনিয়া হঠাৎ আমার ডান হাতের কনুই এর উপর জোর পূর্বক আঘাত করিলে আমি জ্ঞান শূন্য হইয়া পড়ি। আমার ডান হাতের হাড় ভাঙ্গিয়া গিয়াছে। আমার স্বামী আমাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করিয়া দেন। আমি চিকিৎসার জন্য হাসপাতালে থাকার কারণে অভিযোগ করিতে বিলম্ব হইল।
অতএব হুজুর সমীপে প্রার্থনা এই যে, দয়া করিয়া ঘটনার সত্যতা প্রমান করিয়া সুবিচার করিলে চির কৃতজ্ঞ থাকিব।
তারিখ........................ বিনীত নিবেদক
মামলার আবেদনঃ-
গ্রাম আদলতে বিভিন্ন মামলার আবেদন প্রথমে ফাইল করা হয়
পরে নোটিশের মাধ্যমে বাদী বিবাদীকে ডাকা হয়